সোমালিয়া ওয়েব নিউজঃ জল জীবন মিশন প্রকল্পে বকেয়া অর্থ প্রদানের দাবিতে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি. আর. পাতিলের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদদের এক প্রতিনিধি দল। গতকাল প্রায় আধঘণ্টার এই বৈঠকে রাজ্যের প্রাপ্য অর্থ দ্রুত মেটানোর দাবি জানান তাঁরা।
তৃণমূল সাংসদরা জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য এই প্রকল্পে বাজেট ধরা হয়েছিল ৫ হাজার কোটি টাকারও বেশি। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যকে দেওয়া হয়েছে এর অর্ধেকের কিছুটা। অবিলম্বে প্রাপ্য প্রায় আড়াই হাজার কোটি টাকা মেটানোর দাবি তুলেছেন তাঁরা।
প্রকল্পটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে তৃণমূল সাংসদরা জানান, এই অর্থ আটকে থাকায় বহু জেলায় পরিষ্কার পানীয় জলের সংযোগের কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত বরাদ্দ মিললে গ্রামীণ এলাকায় প্রকল্পের গতি বাড়বে এবং বহু পরিবার উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
বৈঠক শেষে জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে কবে অর্থ ছাড় হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক