সোমালিয়া ওয়েব নিউজঃ নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ ও উন্নত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। গত ছয় মাসে কমিশন যে উদ্যোগগুলি নিয়েছে, তার মূল লক্ষ্য নির্বাচনী ব্যবস্থা শক্তিশালীকরণ, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ভোটদান প্রক্রিয়া সরলীকরণ, ভোটার তালিকার বিশুদ্ধতা রক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি।
আজ এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, ইতোমধ্যেই এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে আরও আঠাশটি নতুন উদ্যোগ চালু করা হয়েছে। এর ফলে ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং ভোটের কাজকে আরও আধুনিক ও কার্যকর করে তোলা সম্ভব হবে বলে আশা করছে কমিশন।
নির্বাচন কমিশনের মতে, প্রযুক্তি-নির্ভর এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও দৃঢ় হবে এবং ভোটাররা আরও নির্বিঘ্নে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক