সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন উৎসবের মরসুমে বাগিচা শ্রমিকদের জন্য ২০% হারে বোনাস দেওয়ার আবেদন জানাল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)। এই মর্মে গতকাল কলকাতায় এসে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করে লিখিতভাবে আবেদন পেশ করেন GTA-র চিফ এক্সিকিউটিভ অনীত থাপা।
উল্লেখযোগ্য, গত বছর সমতলের তরাই-ডুয়ার্স এলাকার চা বাগানগুলিতে শ্রমিকদের ১৬% হারে পুজো বোনাস দেওয়া হলেও পাহাড়ের ৮৭টি বাগানে বোনাস নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই অভিজ্ঞতার পর এ বছর যাতে আর কোনও সমস্যা না হয়, সেজন্যই GTA আগাম এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।
GTA-র তরফে দাবি করা হয়েছে, পাহাড়ি চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরেই ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। উৎসবের আগে শ্রমিকদের হাতে বাড়তি অর্থ তুলে দিলে একদিকে যেমন তাঁদের আর্থিক স্বস্তি আসবে, তেমনই অন্যদিকে শ্রমিক-প্রশাসন সম্পর্কও মজবুত হবে।
শ্রম মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত এই আবেদনের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে প্রশাসনিক মহল মনে করছে, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক