October 5, 2025

‘শ্রমশ্রী’ প্রকল্পকে কটাক্ষ অধীর চৌধুরীর

সোমালিয়া ওয়েব নিউজঃ পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ‘শ্রমশ্রী’ প্রকল্পের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আজ মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, মাত্র ৫০০০ টাকা ভাতা দিয়ে শ্রমিকদের “ভিখারী বানানোর চেষ্টা করছে রাজ্য সরকার।”

অধীরবাবুর বক্তব্য, প্রকৃত অর্থে সাহায্য করতে হলে শ্রমিকরা যে-যেখানে কাজ করেন, সেখানেই তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা উচিত। শুধুমাত্র ভাতা ঘোষণা করলেই সমস্যার সমাধান হবে না।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছেন। বাস্তব ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা মেটাতে এর কার্যকারিতা কতটা হবে, তা নিয়েই সংশয় রয়েছে।

Loading