October 5, 2025

কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিবস

সোমালিয়া ওয়েব নিউজ; ভারতীয় ফুটবলের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের নাম গোষ্ঠ পাল। আজ তাঁর জন্মদিবসে শ্রদ্ধাভরে স্মরণ করল ক্রীড়াপ্রেমী বাঙালি। দেশের মাটিতে ফুটবলকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরেছিলেন এই কিংবদন্তি খেলোয়াড়।গোষ্ঠ পাল দীর্ঘদিন মোহনবাগানের হয়ে রক্ষণভাগে খেলেছেন। অসাধারণ ক্রীড়া দক্ষতা, শারীরিক ক্ষমতা এবং নেতৃত্বের গুণে তিনি দ্রুতই সমর্থকদের হৃদয় জয় করেন। ১৯১১ সালের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। ওই জয়ের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় আত্মমর্যাদার এক প্রতীক সৃষ্টি হয়েছিল।ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করা হয়। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, অনুপ্রেরণার প্রতীক হিসেবেও আজও তাঁকে স্মরণ করা হয়।আজ জন্মদিনে বিভিন্ন মহল থেকে তাঁকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। ক্রীড়া সংগঠনগুলির পক্ষ থেকেও নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁর স্মৃতি উদযাপন করা হচ্ছে। গোষ্ঠ পাল দেখিয়ে দিয়েছিলেন— খেলার মাঠও হতে পারে স্বাধীনতার সংগ্রাম এবং আত্মসম্মানের এক অনন্য মঞ্চ।

Loading