সোমালিয়া ওয়েব নিউজঃ দুর্গাপুজোকে কেন্দ্র করে ক্লাবগুলিকে দেওয়া সরকারি অনুদান নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। যেসব ক্লাব গতবছর রাজ্য সরকারের দেওয়া অর্থের খরচের হিসাব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি, তাদের এ বছর নতুন করে অনুদান দেওয়া যাবে না বলে জানিয়ে দিল আদালত।
বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, অনুদানের অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা আবশ্যক। তাই চলতি বছর থেকে সমস্ত ক্লাবকেই বিজয়া দশমীর এক মাসের মধ্যে রাজ্য পুলিশের মহা নির্দেশক (DGP) এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে খরচের বিস্তারিত হিসাব জমা দিতে হবে।
আদালতের পর্যবেক্ষণ, সরকারি তহবিল থেকে দেওয়া অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে কি না, তা জানার অধিকার জনগণের রয়েছে। সেই কারণেই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আইনজীবীদের একাংশ মনে করছেন, আদালতের এই নির্দেশ ক্লাবগুলির মধ্যে আর্থিক শৃঙ্খলা আনবে। একইসঙ্গে রাজ্যের তরফে দেওয়া অনুদান যাতে প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার হয়, তা নিশ্চিত করবে।
এখন দেখার, রাজ্যের হাজার হাজার ক্লাব এই নির্দেশ মান্য করে নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা দিতে কতটা উদ্যোগী হয়।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক