October 5, 2025

আইপ্যাকের সদস্যদের জন্য ‘চুক্তিভিত্তিক’ নিয়োগ? খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তি ঘিরে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরে গ্রুপ-ডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এই নিয়োগের আড়ালে আইপ্যাক (I-PAC)-এর সদস্যদের সরকারি চাকরিতে প্রবেশ করানোর ষড়যন্ত্র চলছে।

গত ২০শে আগস্ট খাদ্য ও সরবরাহ দফতরের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মী নিয়োগের কথা উল্লেখ রয়েছে। সেই বিজ্ঞপ্তির কপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন, এই নিয়োগ সম্পূর্ণভাবে সংরক্ষণ নীতি লঙ্ঘন করে জারি হয়েছে।

আইপ্যাকের কর্মীদের জন্য ব্যাকডোর খুলে রাখা হচ্ছে। নিয়োগে না আছে কোনো স্বচ্ছতা, না মানা হচ্ছে সংরক্ষণ নীতি। এই নিয়োগ বিজ্ঞপ্তি আদতে এক রাজনৈতিক চক্রান্ত, যা গণতন্ত্র ও সংবিধান বিরোধী।” — লিখেছেন শুভেন্দু তাঁর পোস্টে।

তিনি আরও দাবি করেন, এইভাবে রাজনৈতিক দলের অনুগামীদের সরকারি দপ্তরে ঢুকিয়ে রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে।

  • সংরক্ষণের উল্লেখ নেই — বিজ্ঞপ্তিতে SC/ST/OBC কিংবা শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের জন্য কোনো আলাদা সংরক্ষণের কথা উল্লেখ করা হয়নি।
  • প্রক্রিয়া ঘিরে অনিশ্চয়তা — স্বচ্ছ নিয়োগ পদ্ধতির বদলে ‘চুক্তিভিত্তিক নিয়োগ’ শব্দবন্ধকে ব্যবহার করে নিয়মকানুন এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠছে।

এই প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে বা খাদ্য ও সরবরাহ দফতরের তরফে এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, আদৌ এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হবে কি না।

আইপ্যাক (Indian Political Action Committee) এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল রচনার দায়িত্বে ছিল। ফলে তাদের সঙ্গে রাজ্য সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ বারবার উঠেছে বিরোধীদের তরফে।

Loading