October 5, 2025

বিদ্রোহী কবির প্রয়াণ দিবস

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস।
একজন কবি, সংগীতকার, সাহিত্যিক, সাংবাদিক, সৈনিক এবং সর্বোপরি এক অনন্ত দ্রোহের প্রতীক। যিনি শুধু কলম নয়, অস্ত্রও তুলে নিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে। তাঁর কলম ছিল বিদ্রোহের আগুন, কণ্ঠ ছিল জাগরণের বাজনা।

“আমি চির-বিদ্রোহী বীর” — এই ঘোষণা শুধু একটি কবিতার লাইন নয়, এটি ছিল তাঁর জীবনের আদর্শ। ধর্মান্ধতা, বৈষম্য, সাম্রাজ্যবাদ, কুসংস্কার— সব কিছুর বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন।

তাঁর লেখা আজও যেমন প্রাসঙ্গিক, তেমনি প্রেরণার উৎস।
তিনি বলেছিলেন— “গাহি সাম্যের গান—
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান।”

সেই সাম্য, সেই মানবতা আজকের দিনে আরও জরুরি।

আজ তাঁর প্রয়াণ দিবসে আমাদের করণীয়—
তাঁর আদর্শকে, তাঁর সাহসকে এবং তাঁর সৃষ্টিকে স্মরণ করা, হৃদয়ে ধারণ করা এবং পরবর্তী প্রজন্মকে তা পৌঁছে দেওয়া।

Loading