October 5, 2025

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে অংশগ্রহণ ১ কোটি ছাড়াল, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যজুড়ে চলা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে মাত্র ২৬ দিনের মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ১ কোটির গণ্ডি ছাড়িয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন—“অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২৬ দিনে বাংলার ১ কোটিরও বেশি মানুষ রাজ্যজুড়ে ১৪,৫০০টিরও বেশি শিবিরে এসে তাঁদের এলাকার সমস্যার সমাধানে অংশগ্রহণ করেছেন।”

মুখ্যমন্ত্রী এই কর্মসূচিকে “গণতন্ত্র ও অংশগ্রহণমূলক সুশাসনের জন্য নতুন শক্তি” বলেও বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, এই সাফল্যের পিছনে রয়েছে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের অনলস পরিশ্রম। তাঁদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

মুখ্যমন্ত্রীর বার্তায় বাংলার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে, যাঁরা সরকারের উপর আস্থা রেখে এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

“সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মা-মাটি-মানুষের সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে”— বলে জানান তিনি।

Loading