October 5, 2025

আসন্ন উৎসব ও শীতকালকে ঘিরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বিশেষ জয়রাইড পরিষেবা ঘোষণা

সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন উৎসবের মরশুম ও শীতকালীন পর্যটনকে কেন্দ্র করে উত্তর-পূর্ব সীমান্ত রেল যাত্রীদের জন্য বিশেষ সুখবর দিল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)–এর অধীনে চালু হতে চলেছে একাধিক বিশেষ স্টিম ও ডিজেল জয়রাইড পরিষেবা

ঘোষিত পরিষেবাগুলি

  • 02542 দার্জিলিং–কার্শিয়াং ফেস্টিভ স্পেশাল স্টিম রাইড : চলবে ২০ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত, প্রতি শনিবার।
  • 02543 কার্শিয়াং–দার্জিলিং ফেস্টিভ স্পেশাল স্টিম রাইড : চলবে ২১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত, প্রতি রবিবার।
  • 02544/02545 কার্শিয়াং–মহানদী–কার্শিয়াং সানসেট স্পেশাল স্টিম রাইড : চলবে ২০ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত, প্রতি শনিবার।
  • 02552/02551 কার্শিয়াং–মহানদী–কার্শিয়াং সানরাইজ স্পেশাল স্টিম রাইড : চলবে ২১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত, প্রতি রবিবার।
  • 02553/02554 শিলিগুড়ি জংশন–রংটং–শিলিগুড়ি জংশন টি টিম্বার স্পেশাল ডিজেল রাইড : চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত, প্রতি শুক্র, শনি ও রবিবার।

এছাড়া, আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন চারটি স্পেশাল ডিজেল জয়রাইড চালানো হবে, যা দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যে চলবে। প্রতিটি ট্রেনে থাকবে তিনটি প্রথম শ্রেণীর কোচ

নিয়মিত পরিষেবা

52592 দার্জিলিং–ঘুম–দার্জিলিং মর্নিং ডিজেল জয়রাইড পরিষেবাও ২০ সেপ্টেম্বর থেকে যথারীতি বহাল থাকবে বলে রেল সূত্রে খবর।

পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মহল মনে করছে, এই উদ্যোগে পাহাড়ি রেলপথে পর্যটকের ভিড় আরও বাড়বে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী অভিজ্ঞতাকে ঘিরে উৎসব ও শীতের মরশুম যে রঙিন হয়ে উঠবে, তা নিয়ে নিশ্চিত প্রশাসনও।

Loading