October 5, 2025

মৃতদেহ আটকে রাখা যাবে না, ৫ ঘণ্টার মধ্যে হস্তান্তরের নির্দেশ কমিশনের

সোমালিয়া ওয়েব নিউজঃ হাসপাতাল বা নার্সিংহোমে রোগীর মৃত্যু হলে আর অর্থের অজুহাতে মৃতদেহ আটকে রাখা যাবে না। স্পষ্ট নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)

কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্টস অ্যাক্ট, ২০১৭ অনুযায়ী রোগীর মৃত্যুর পর মৃতদেহ বিলম্ব না করে পরিবার বা প্রতিনিধিদের হাতে তুলে দিতে হবে। সর্বোচ্চ ৫ (পাঁচ) ঘণ্টার মধ্যেই মৃতদেহ হস্তান্তর বাধ্যতামূলক। অর্থ বকেয়া বা ইনস্যুরেন্স ক্লিয়ারেন্সের কারণ দেখিয়ে দেহ আটকে রাখা যাবে না।

কমিশন আরও জানিয়েছে, মৃত্যুর পর দেহ হস্তান্তরে বিলম্ব হলে তা হবে আইনের ও লাইসেন্স শর্তের লঙ্ঘন। গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে। তবে বিশেষ পরিস্থিতিতে মৃত ব্যক্তির পরিবারের তরফে লিখিত অনুরোধ থাকলে এবং বৈধ কারণ মেনে নেওয়া হলে নির্দিষ্ট সময়ের জন্য মর্গে দেহ রাখা যাবে।

কমিশনের বক্তব্য, মৃতদেহ আটকে রাখা অত্যন্ত অমানবিক এবং আইনের পরিপন্থী। তাই প্রতিটি হাসপাতাল ও ক্লিনিককে নির্দেশ দেওয়া হয়েছে, এই নিয়ম কঠোরভাবে মানতে হবে।

Loading