লাহোর জেলের অন্ধকার কোঠায় ৬৩ দিনের অনশন শেষে যিনি জাগিয়ে দিয়েছিলেন সমগ্র ভারতকে
সোমালিয়া ওয়েব নিউজঃ আজ সেই দিন, যেদিন এক তরুণ বাঙালি বিপ্লবীর আত্মত্যাগ কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত। আজ শহীদ যতীন্দ্র নাথ দাসের ৯৬তম মৃত্যুবার্ষিকী। ইতিহাসে তাঁর নাম খোদাই হয়ে আছে বীরত্ব, ত্যাগ আর অসীম আদর্শের প্রতীক হয়ে।
মাত্র ২৫ বছর বয়সে, লাহোর সেন্ট্রাল জেলে ৬৩ দিনের অনশন শেষে, ১৯২৯ সালের এই দিনেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে তাঁর মৃত্যু ছিল না পরাজয় — ছিল একটি অগ্নিস্নাত আহ্বান, একটি জ্বলন্ত বার্তা: “স্বাধীনতা ছাড়া বাঁচা নয়, মরাও নয় বৃথা!”
বিপ্লবী যতীন দাস ব্রিটিশ কারা ব্যবস্থায় রাজবন্দীদের প্রতি অমানবিক আচরণের প্রতিবাদে অনশন শুরু করেন। তিনি বলেছিলেন, “আমরা রাজনৈতিক বন্দী, আমাদের প্রতি সম্মান দেখানো হোক। আমরা অপরাধী নই, আমরা স্বাধীনতা সংগ্রামী।”
এই অনশনে তাঁর সঙ্গী ছিলেন ভগৎ সিং, সুখদেব, রাজগুরু প্রমুখ বিপ্লবীরা। কিন্তু তাঁর শরীর ক্রমে ভেঙে পড়ে। ব্রিটিশ সরকার চিকিৎসার প্রস্তাব দিলেও, তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ তাঁর লড়াই ছিল নৈতিকতার — আত্মসম্মানের।যতীন্দ্র নাথ দাসের আত্মাহুতি আজ অনেকের কাছেই কেবল একটি ইতিহাস বইয়ের পৃষ্ঠা। কিন্তু স্বাধীন ভারতের অস্তিত্বে তাঁর রক্তের ঋণ অমোচনীয়।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক