সোমালিয়া সংবাদ, আরামবাগ: দেশের মধ্যে সবচেয়ে উন্নত রাজ্য হল পশ্চিমবঙ্গ। এই বাংলা সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বাস করেন। আমরা এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেব না। যারা এই রাজ্যের উন্নয়ন করছে আমরা তাদের দিকে হাঁটবো। আরামবাগে এক অনুষ্ঠানে এসে সাম্প্রদায়িক বিজেপি এবং মিম পার্টির সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসিকে এক হাত নিলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। বুধবার তিনি আরামবাগের বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। জন্মদিন উপলক্ষে এদিন ২০০০ মানুষকে কম্বল ও ৬ জনকে হুইলচেয়ার প্রদান করা হয়। ত্বহা সিদ্দিকী ওই সমস্ত জিনিস দুঃস্থদের হাতে তুলে দেন। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ত্বহা সিদ্দিকী বলেন, দেশের মানুষ জানেন একটা সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমরা যে সবধর্মের মানুষ মিলেমিশে আছি তাতে ফাটল ধরিয়ে যে কোন প্রকারের দাঙ্গা বাঁধিয়ে আখের গোছানোর চেষ্টা করবে। তিনি বলেন, হিন্দু-মুসলিম সব ধর্মের মানুষদের একসঙ্গে সাম্প্রদায়িক বিজেপি ও আরএসএস-কে তাড়া করতে হবে। তবে অন্যান্য দলের মধ্যেও কিছু কিছু সাম্প্রদায়িক ব্যক্তি আছে তাদেরকেও জায়গা দেওয়া চলবে না। সম্প্রতি ফুরফুরা শরিফে মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন। এ প্রসঙ্গে ত্বহা সিদ্দিকী বলেন, আসাদউদ্দিন ওয়াইসি সম্পর্কে সারা দেশের মানুষ অবগত আছেন। আর বিহার ভোটের পরে বাংলার মানুষ আরও বেশি করে বুঝতে পেরেছেন। আমরা মিম টিম বুঝি না। আমরা ছোটবেলা থেকে যেভাবে হিন্দু-মুসলমান একসঙ্গে মানুষ হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি, পড়াশোনা করেছি তাদের মাঝে যদি সাম্প্রদায়িক দল মাথা তোলার চেষ্টা করে তারা সফল হবে না। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচন উন্নয়ন নিয়ে হয়েছে। কিন্তু ২০২১ সালে যে ভোট হবে তা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট। মা-বোনদের ইজ্জত বাঁচানোর ভোট। ত্বহা সিদ্দিকী বলেন, আগে দেখেছি ওআইসির প্রতিবাদ খুবই সুন্দর। ওনার জামাটা সাদা, আমার খুব ভাল লেগেছিল। কারণ তখন আমি দূর থেকে দেখেছিলাম। এখন কাছ থেকে দেখলাম। কিন্তু দেখলাম ওনার অন্তরের রংটা গেরুয়া। এরা হল সিজনের শেয়াল। সিজনের সময় বের হবে, আবার সিজন ফুরিয়ে গেলে ঢুকে পড়বে। আমরা সিজনের শিয়ালের পাশে থাকতে চাই না।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক