December 1, 2025

স্ত্রীকে গাড়ি চালানো শেখাতে গিয়ে গাড়িসহ পুকুরের মাঝে দম্পতি

 সোমালিয়া সংবাদ, পুরশুড়া: কথায় আছে ‘রাখে হরি তো মারে কে’। বৃহস্পতিবার সকালে এরকমই এক ঘটনার সাক্ষী হয়ে রইলেন পুরশুড়া থানার রসুলপুর গ্রামের মানুষ। স্থানীয় বিশালক্ষী তলায় এক পুকুরে ছিটকে পড়ে একটি চার চাকার গাড়ি। ওই গাড়ির মধ্যে ছিলেন এক দম্পতি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁরা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর নাম স্নেহাংশু চক্রবর্তী। বাড়ি তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায়। তিনি স্ত্রী মৌকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি রসুলপুরে গিয়েছিলেন। এদিন সকালে মৌকে চার চাকার গাড়ি চালানো শেখাচ্ছিলেন। কিন্তু হঠাৎই সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে পাশের পুকুরের জলে।  জানালা বন্ধ অবস্থায় জলের মধ্যে ডুবে যায় গাড়িটি। ফলে যেকোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু স্থানীয় মানুষ বিষয়টি দেখতে পাওয়ায় সঙ্গে সঙ্গে পুকুরে ঝাপ মারেন। দ্রুতগতিতে গাড়ির জানালার কাচ ভেঙে ওই দম্পতিকে জল থেকে বের করে আনেন। প্রাণে বেঁচে যান তাঁরা। এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পাশাপাশি তাঁরা কাঁচা হাতে গাড়ি প্রশিক্ষণ দেওয়ার সমালোচনাও করেন।

Loading