December 1, 2025

ওয়াইসি-আব্বাস সিদ্দিকী জোট, অ্যাডভান্টেজ বিজেপি

 সোমালিয়া সংবাদ, আরামবাগ: বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। আগামী নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি দেখা করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। রুদ্ধদ্বার বৈঠক নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বৈঠক শেষে ওয়াইসি জানিয়ে দিয়েছেন, তাঁর দল আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে লড়াই করবে। অর্থাৎ তাঁরা একজোট হয়ে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবেন। তবে তাঁদের জোট অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করবে কিনা তা এখনও পরিষ্কার নয়। যদিও এক্ষেত্রে একটা বিষয় নিশ্চিত, তাঁদের জোট কখনোই বিজেপির সঙ্গে সঙ্গে যাচ্ছে না। ফলে হয় বাম-কংগ্রেস জোটের সঙ্গে যেতে হবে, নয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তবে যতদূর পর্যন্ত জানা গেছে, ওয়াইসি ও আব্বাস সিদ্দিকীর জোট আগামী বিধানসভা নির্বাচনে একাই লড়াই করতে চায়। আর শেষ পর্যন্ত তা যদি সত্য হয় তাহলে ভোট কাটাকাটির হিসাবে অনেকটাই সুবিধা পেয়ে যাবে বিজেপি। বিহারে যা হয়েছে তার পুনরাবৃত্তি ঘটতে পারে বাংলাতেও। ভোট কাটাকাটির ফলে হিসেবের বাইরেও তখন বেশকিছু আসন পেয়ে যেতে পারে বিজেপি। তাই ওয়াইসি-আব্বাস সিদ্দিকী সমঝোতায় চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল শিবিরে। সংখ্যালঘু ভোট ভাগ হয়ে গেলে তৃণমূল যে অনেক ক্ষতিগ্রস্ত হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই। এখন দেখার আগামী দিনে আব্বাস সিদ্দিকী কি সিদ্ধান্ত নেন। সেদিকেই তাকিয়ে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে আপামর বাঙালি।

Loading