October 5, 2025

দুঃস্থ মানুষের সঙ্গে জন্মদিন পালন সমাজসেবী জিয়াজুর রহমানের

 সোমালিয়া সংবাদ, আরামবাগ: দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে জন্মদিন পালন করলেন আরামবাগের বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সৈয়দ জিয়াজুর রহমান। এই উপলক্ষে পারুল ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দু’হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এছাড়াও তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল। পাশাপাশি ছ’জনকে হুইলচেয়ার দেওয়া হয়। ব্লাড ব্যাংকে রক্তসংকটের কথা ভেবে রক্তদান শিবিরেরও  আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি জিয়াজুর সাহেবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। উল্লেখ্য, এ বারই প্রথম নয়, প্রতিবছরই জন্মদিনে জিয়াজুর সাহেব দুঃস্থদের কিছু না কিছু উপহার দেন। তিনি জানান, আগে নিজে কেক কেটে বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করতেন। তবে গত কয়েক বছর তিনি এভাবেই দুঃস্থদের সঙ্গে নিয়ে দিনটি পালন করে আসছেন। তাছাড়া সারা বছরই তিনি বিপদগ্রস্ত, অসহায় মানুষের জন্য নানারকম কর্মসূচি গ্রহণ করেন। যখনই তিনি কারও অসুবিধার কথা জানাতে পারেন তখনই তিনি তাঁর সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবছর কোভিড নাইনটিন পরিস্থিতিতে বারবারই তাঁর মানবিক মুখ দেখতে পেয়েছেন আরামবাগের মানুষ। প্রতিনিয়ত খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেছেন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়। অসহায় দরিদ্র মানুষগুলির মুখে হাসি ফুটিয়েছেন। ভবঘুরেদের জন্যও তিনি খাবার বিলি করেছেন। কারণ ওই সময় দোকানপাট বন্ধ থাকায় তাঁদেরকে অনাহারে থাকতে হচ্ছিল। শুধু তাই নয়, কোভিড আক্রান্ত রোগীরা ভালোভাবে যাতে চিকিৎসা পরিষেবা পান সেজন্য তিনি আরামবাগ মহকুমার সেফ হাউসগুলোর জন্য নিজের খরচে অসংখ্য বেড তৈরি করে দিয়েছিলেন। তাঁর এই মানবিক অবদান আরামবাগের মানুষের কাছে একটা নজির তৈরি করেছে। এদিন এভাবে জন্মদিন পালন তারই একটি অঙ্গ বলা চলে।

Loading