সোমালিয়া সংবাদ, আরামবাগ: বাড়িতে গিয়ে পরিবারে ‘রূপশ্রী’ ও ‘সমব্যাথী’ প্রকল্পের সুবিধা পৌঁছে দিলেন সরকারি আধিকারিকরা। ঘটনাটি আরামবাগের মাদারচকের। উল্লেখ্য, সোমবার আরামবাগ শহরের নেতাজি মোড়ে লরির ধাক্কায় মৃত্যু হয় মাদারচক গ্রামের জুলেখা খাতুন(১৯)। বাবা মির্জা জুলফিকার দোকানে দোকানে রুটি পৌঁছে দেন। পাঁচ বোনের মধ্যে জুলেখা ছিল মেজো। একেবারেই অভাবের সংসার। সোমবার সকালে সে কাকা মির্জা গোলাম আম্বিয়ার বাইকে চড়ে আরামবাগ বিডিও অফিসে যাচ্ছিল। সঙ্গে ছিল তার পিসি ফেরদৌসী খাতুন। সামনের রবিবার ফেরদৌসীর বিয়ে হওয়ার কথা আছে। বিয়ের প্রস্তুতিও একেবারে শেষ পর্যায়ে চলছিল। তাই তাঁরা বিডিও অফিসে ফেরদৌসীর জন্য ‘রূপশ্রী’ প্রকল্পের ফর্ম ফিলাপ করতে যাচ্ছিল। তাঁরা যখন আরামবাগ শহরের নেতাজি মোড়ের কাছে পৌঁছয় তখনই পিছন দিক থেকে একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। তাঁরা সকলেই রাস্তায় ছিটকে পড়েন। মুহূর্তের মধ্যে জুলেখার উপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জুলেখার। কাকা ও পিসি অল্পবিস্তর আহত হয়েছেন। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চালককে। এই ঘটনায় মঙ্গলবার বিডিও কৌশিক ব্যানার্জি সহ প্রশাসনিক আধিকারিকরা ফেরদৌসের বাড়িতে গিয়ে ‘রূপশ্রী‘ প্রকল্পের ফরম ফিলাপ করে দিয়ে আসেন। পাশাপাশি জুলেখার পরিবারের হাতে ‘সমব্যথী’ প্রকল্পের দু’হাজার টাকা তুলে দেন। জানা গেছে, সামনের রবিবার তার বিয়ে ছিল। যদিও ফেরদৌসীর দাদা আম্বিয়া জানান, দুর্ঘটনার কারণে এই রবিবার বোনের বিয়ে হচ্ছে না। খানাকুলের রামচন্দ্রপুরে এই বিয়ে ঠিক হয়েছে। তবে কিছুদিনের জন্য ওই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ ভাইঝির মৃত্যুতে সকলেই শোকে ভেঙে পড়েছেন।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য