অভিজিৎ মুখার্জি, খানাকুল: তৃণমূল ও বিজেপি উভয় দলের পথসভাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল খানাকুলের পোলের চকের মোড়। দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল ও বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি নেতা-কর্মীরা খানাকুল থানা ঘেরাও করেন। বিজেপি নেতা কার্তিক পণ্ডিতের অভিযোগ, এদিন চকের মোড়ে কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে তাঁদের পথসভা হচ্ছিল। ঠিক তারপাশেই তৃণমূলও পথসভা করছিল। তাঁর দাবি, পুলিশের নির্দেশেই এই পথসভার আয়োজন করা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের দলীয় কার্যকর্তাদের মারধর করে। পাশাপাশি ব্যাপক বোমাবাজি করে। এই ঘটনায় কমপক্ষে ৯ জন বিজেপি কর্মী আহত হন। তাঁদের মধ্যে দু’জনকে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা নইমুল হক বলেন, খানাকুল-১ নম্বর ব্লকের উদ্যোগে কৃষক বিরোধী প্রতিবাদে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়েছিল। সেই সময় আচমকা আমাদের কর্মীদের ওপর বিজেপির কিছু দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়, বোমাবাজি করে। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। আমি প্রশাসনের কাছে আবেদনের রেখেছি এই পশ্চিমবাংলায় মানুষ যাতে তাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে পারে, মানুষ যাতে তার মিটিং মিছিল করতে পারে। তিনি জানান, খানাকুল অশান্ত করার চেষ্টা চলছে। সেটা খানাকুল তৃণমূল কংগ্রেস তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রুখবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি