December 1, 2025

পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক কলেজছাত্রীর

সোমালিয়া সংবাদ, আরামবাগ: পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক কলেজছাত্রীর। মৃতের নাম জুলেখা খাতুন (১৯)। বাড়ি আরামবাগের মাদারচক গ্রামে। সে খানাকুল রাজা রামমোহন রায় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। বাবা মির্জা জুলফিকার  দোকানে দোকানে রুটি পৌঁছে দেন। পাঁচ বোনের মধ্যে জুলেখা ছিল মেজো।  একেবারেই অভাবের সংসার। সোমবার সকালে সে কাকা মির্জা গোলাম আম্বিয়ার বাইকে চড়ে আরামবাগ বিডিও অফিসে যাচ্ছিল। সঙ্গে ছিল তার পিসি  ফিরদৌসী খাতুন। সামনের রবিবার ফিরদৌসীর বিয়ে হওয়ার কথা আছে। বিয়ের প্রস্তুতিও একেবারে শেষ পর্যায়ে চলছিল। তাই তাঁরা তিনজনে মিলে বিডিও অফিসে ফিরদৌসীর জন্য ‘রূপশ্রী’ প্রকল্পের ফর্ম ফিলাপ করতে যাচ্ছিল। তাঁরা যখন আরামবাগ শহরের নেতাজি মোড়ের কাছে পৌঁছয় তখনই পিছন দিক থেকে একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। তাঁরা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। মুহূর্তের মধ্যে জুলেখার উপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জুলেখার। কাকা ও পিসি অল্পবিস্তর আহত হয়েছেন। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চালককে। এদিকে বিডিও অফিস সূত্রে জানা গেছে, এই ঘটনার পর প্রশাসনিক আধিকারিকরা ফিরদৌসের বাড়িতে গিয়ে রূপশ্রী প্রকল্পের ফরম ফিলাপ করে দিয়ে আসবেন।

Loading