October 5, 2025

মালাইকার শরীরে উপচে পড়ছে অষ্টাদশীর যৌবন

সোমালিয়া সংবাদ, পানাজি: বয়স আটচল্লিশ বছর নাকি আঠারো তা বলা খুবই মুশকিল। কে বলবে তাঁর আঠারো বছরের এক ছেলে রয়েছে! পঞ্চাশ ছুঁই ছুঁই শরীর যেন অষ্টাদশী তরুণী। শরীরের প্রতিটি ভাঁজে যেন সৌন্দর্য উপচে পড়ছে। গোয়ায় ছুটি কাটাতে গিয়ে এমনই সব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরা। আর সেখানে তাঁর সঙ্গী বয়ফ্রেন্ড অর্জুন কাপুর। উল্লেখ্য, স্বামী আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন কাপুরের সঙ্গে তাঁকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। নববর্ষের ছুটিতেও এবার তার ব্যতিক্রম হয়নি। কোন কোন ছবিতে তাঁর যেন রূপের ঝলকানি চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আবার কোন ছবিতে তাঁর শরীরের  কথকতা চোখ ছানাবড়া করে  তুলছে। জলের মধ্যে তিনি সেরে ফেলছেন যোগচর্চাও। এ প্রসঙ্গে উল্লেখ্য,  চিরকালই শারীরিক কসরত দেখাতে মালাইকার জুড়ি মেলা ভার। এবার গোয়ার অবসরে জলের মধ্যে  সেই শরীরচর্চার ছবিও ভক্তদের জন্য ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এক কথায় বলা চলে, এই বয়সেও তিনি যে এখনও যেকোন যুবকের হৃদয় কাঁপিয়ে দিতে পারেন পোস্ট করা ছবিগুলো তার জ্বলন্ত উদাহরণ।

Loading