October 6, 2025

রাস্তায় ফেলে যাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে তৃণমূল, তাঁর দাবি, তিনি উত্তমকুমারের আত্মীয়া

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ শহরের অটোস্ট্যান্ড থেকে উদ্ধার হল এক অসুস্থ বৃদ্ধা। ওই বৃদ্ধার দাবি, তাঁর নাম সন্ধ্যা মুখার্জি। তাঁর বাড়ি কলকাতার খিদিরপুর এলাকায়।  তিনি নাকি মহানায়ক উত্তমকুমারের আত্মীয়া। স্থানীয় অটো চালকরা জানান, প্রায় দিন তিনেক ধরে ওই বৃদ্ধা অটোস্ট্যান্ডে অসুস্থ ও অর্ধনগ্ন অবস্থায় পড়েছিলেন। অসংলগ্ন কথা বলছিলেন। গায়ে প্রচন্ড দুর্গন্ধ। হাতে-পায়ে বড় বড় নখ। ভালভাবে চলাফেরাও করতে পারছিলেন না। অটোচালকরাই এই কদিন তাঁর খাবারের ব্যবস্থা করেছিলেন। বুধবার রাতে বিষয়টি জানতে পারেন আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী। এরপরই তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে তাঁকে উদ্ধার করে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ওই বৃদ্ধা জানান, কলকাতার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু এরপরেই তাঁকে নাকি কোন একটা জায়গায় ছেড়ে দিয়ে যাওয়া হয়। এরপর কি হয়েছে তিনি আর কিছু মনে করতে পারছেন না। তবে তিনি জানান, তাঁর ছেলে খিদিরপুর ডক-এ কাজ করেন। মহানায়ক উত্তমকুমারের সঙ্গে তাদেঁর আত্মীয়তার সম্পর্কের কথা জানান। একবার তিনি জানান, তিনি নাকি উত্তমকুমারের মামাতো বোন। যদিও তারপরই আবার অসংলগ্ন কথাবার্তা বলেন। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী। পরে তিনি সাংবাদিকদের বলেন, ওই মহিলার পরিচয় যাই হোক না কেন, তাঁকে সুস্থ করে তাঁর পরিবারে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জি সব সময় অসুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার কথা বলেন। আমরাও তাই ওনাকে সুস্থ করে ওনার পরিবারে ফিরিয়ে দিতে চাই। পুরসভার চিকিৎসকরা তাঁকে দেখেছেন। পরে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাঁকে সুস্থ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

Loading