সোমালিয়া ওয়েব নিউজ: রবিবার মহাপঞ্চমীতে ভার্চুয়ালি আরামবাগ পুরসভা এলাকার দুটি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি হলো পারুল মিলন সংঘ, অন্যটি আরামবাগ মানিক সংঘ। আর এর সঙ্গে সঙ্গেই আরামবাগে মহাসমারোহে শুরু হয়ে গেল দুর্গাপুজো। তবে প্রতিটি পুজোই সমস্ত রকম কোভিড বিধি মেনে পুজোর আয়োজন করেছেন বলে জানালেন উদ্যোক্তারা। অন্যদিকে পুজো উপলক্ষে এদিন সকালে পারুল মিলন সংঘের পক্ষ থেকে সাংসদ অপরূপা পোদ্দার প্রায় দু’হাজার দুঃস্থ ও বন্যা দুর্গত পরিবারকে নতুন বস্ত্র উপহার দিলেন। উল্লেখ্য, তাঁরই উদ্যোগে গত তিন বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এদিন এখানে উপস্থিত ছিলেন কামারপুকুর মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী সহ তৃণমূল নেতৃত্ব ও সাধারণ মানুষজন। এ বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দার বলেন, বন্যা ও করোনা মহামারীতে মানুষ খুবই সমস্যার মধ্যে রয়েছেন। তবুও পুজো এসেছে, এখন আনন্দ করার সময়। তাই কিছু দুর্গত ও দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল। সকলকে কোভিড বিধি মেনে তিনি পুজোর আনন্দ উপভোগ করার আবেদন জানান।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি