October 6, 2025

খানাকুলের পুজোর থিম ‘লক্ষ্মীর ভান্ডার’

সোমালিয়া ওয়েব নিউজ: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ির মহিলাদের ব্যাংক একাউন্টে ইতিমধ্যেই লক্ষীর ভান্ডার প্রকল্পের দু’মাসের টাকা ঢুকতে শুরু করেছে। খুবই খুশি বাংলার মা-বোনেরা। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই প্রকল্পটিকেই এবার পুজো মণ্ডপে হাজির করেছে খানাকুল-১ নম্বর ব্লকের ‘ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র ও গ্রামবাসী বৃন্দ’-এর পুজো। এবার এই পুজোর থিম ‘লক্ষ্মীর ভান্ডার’। বিশাল এক পেঁচার আদলে তৈরি হয়েছে মন্ডপ। সামনে মা লক্ষ্মীর ভাঁড়। আর তার মধ্যেই থাকবেন সপরিবারে মা দুর্গা। মন্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকে। পুজোর উদ্বোধন হবে মহাষষ্ঠীতে। পুজো কমিটির সম্পাদক তথা ঘোষপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ হায়দার আলি জানান, বর্তমানে সারা রাজ্যজুড়ে মা-বোনেদের জন্য মুখ্যমন্ত্রীর প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ খুবই জনপ্রিয় হয়েছে। আর তাই এবার আমাদের থিম সেই ‘লক্ষ্মীর ভান্ডার’। আশা করছি এই থিমের মন্ডপ দেখে এলাকার বাসিন্দারা খুবই খুশি হবেন। এছাড়া ভিতরে থাকছে সবুজ বাঁচানোর বার্তা। সবুজকে কিভাবে বাঁচিয়ে রাখতে হব সেই বিষয়টিকে মন্ডপের মধ্যে বিভিন্ন গাছগাছালির মাধ্যমে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি থাকছে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার, হারানো দিনের খেলা, মনীষীদের বাণী ইত্যাদি। দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া  হবে নতুন বস্ত্র। হায়দার সাহেব জানালেন, এবার এই পুজো ৫৪ তম বছরে পড়েছে। গত বছর থিম ছিল জঙ্গলমহল। বাজেট ছিল তিন লক্ষ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ টাকা। মন্ডপ তৈরি করছেন এলাকারই শিল্পী অভিজিৎ চক্রবর্তী। তাঁর সহকারি বানেশ্বর প্রামানিক জানালেন, থার্মোকল, প্লাস্টিক বোর্ড, প্লাইউড, সিমেন্ট ইত্যাদি কাজে লাগিয়ে এই মণ্ডপ তৈরি করা হচ্ছে। আশা করি এই মন্ডপ দেখে দর্শনার্থীরা আনন্দ পাবেন। এলাকার বাসিন্দা রবিন জানা জানালেন, এবার পরপর দু’বার  বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু তবুও উৎসবের মরসুমে কিছুটা আনন্দের প্রয়োজন। বন্যাদুর্গতদের পাশে প্রশাসন যেভাবে দাঁড়িয়েছে তাতে আমরা সবাই সেই কষ্ট ভুলে এই পুজোয় আনন্দে মেতে উঠবো।

Loading