সোমালিয়া সংবাদ, আরামবাগ: পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না এক ছাত্রীর। বর্তমানে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ওই ছাত্রীর নাম পায়েল দাস। সে এবার আরামবাগের তিরোল হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। তার বাড়ি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বেলাড় গ্রামে। তার পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষার জন্য সে ভালোভাবেই প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আধঘন্টা পর থেকেই সে অসুস্থতা অনুভব করে। তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গেই সে পরীক্ষককে জানায়। এরপর স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং সিভিক ভলেন্টিয়াররা তড়িঘড়ি গাড়ির ব্যবস্থা করে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার বাবা বিশ্বজিৎ দাস। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে অক্সিজেন এবং স্যালাইন দিতে হয়েছে। পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি তার ছিল না। তবে স্কুলের প্রধান শিক্ষক অপরেশ কুমার মন্ডল জানান, যদি ওই ছাত্রী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং পরীক্ষা দিতে চায় তাহলে ও যাতে পরীক্ষা দিতে পারে শিক্ষাদপ্তরের কাছে স্কুলের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি