October 5, 2025

আসানসোল লোকসভা নির্বাচনে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা, অগ্নিমিত্রার গাড়ি ভাঙচুর

সোমালিয়া সংবাদ, আসানসোল: ১২ এপ্রিল রাজ্যে দুটি জায়গায় উপনির্বাচন। বালিগঞ্জে বিধানসভা আর আসানসোলে লোকসভার উপনির্বাচন। সকাল থেকেই আসানসোলের বিভিন্ন বুথ থেকে অভিযোগ আসতে থাকে। বিজেপি কর্মীদের অভিযোগ পাওয়ার পরেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বারাবনির ১৭৫ নম্বর বুথে পৌঁছান। তারপরই সেখানে তিনি তৃণমূলে কর্মীদের সঙ্গে বচসায় জড়ান। বারাবনির ১৭৫ নম্বর বুথে ঘটে যায় ধুন্ধুমার কান্ড। অভিযোগ ওঠে তৃনমূলের লোকজন নাকি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর করে। রক্তাক্ত হন অগ্নিমিত্রা পালের নিরাপত্তা রক্ষী বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এরপরই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই বিষয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের অভিযোগ, বিভিন্ন বুথে তাঁদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ টিএমসি-র ক্যাডার হয়ে কাজ করছে। অন্যদিকে, ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢোকার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে কেন বুথে গেছেন তিনি প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানান তৃনমুল নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা, দুটি কেন্দ্রে ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আসানসোলে মোট আট জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূলত রাজনৈতিক লড়াই হচ্ছে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বিজেপির অগ্নিমিত্রা পল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। এখন দেখার শেষ হাসি কে হাসে।

Loading