December 1, 2025

সাত সকালেই শ্যুটআউট নদীয়ায়, মৃত মহিলা

সোমালিয়া, সংবাদ, নদীয়া: চাঞ্চল্যকর ঘটনা নদীয়ায় জেলায়।
সাত সকালেই শ্যুটআউটে মৃত্যু মহিলার।
মৃত মহিলার নাম রানু বৈরাগ্য (৪৫)।
ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপের ১৮ নম্বর ওয়ার্ডের।
সাতসকালেই এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।স্থানীয় ও পরিবার সুত্রে জানা গিয়েছে,এদিন সকালে প্রাতর্ভ্রমণে যান বছর পঁয়তাল্লিশের ওই মহিলা।
সেইসময় দুষ্কৃতীরা গুলি চালায়।
গুলিটি মহিলার কানের পাশে লাগে।
স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রানু পরিচারিকার কাজ করতেন।
বছর দুয়েক আগে তাঁর স্বামীর মৃত্যু হয়।
তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কে গুলি করল, সেটাই সরজমিনে খতিয়ে দেখছে পুলিশ।
তবে স্থানীয়দের দাবী সাত সকালে মহিলার ওপর কী কারণে হামলা করা হল তা খতিয়ে দেখে দুষ্কৃতিদের কঠোর শাস্তি দেওয়া উচিত।
রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কঠোর পদক্ষেপের দাবী তুলছে তারা।
যদিও ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

Loading