সোমালিয়া ওয়েব নিউজ: তালিবানের কোনও পরিবর্তন নেই। আধুনিক সভ্যতাকে যে তালিবান মেনে নেবে না তার প্রমান পাওয়া গেলো আবারও এক ফতোয়া জারিতে। সুত্র থেকে জানা যাচ্ছে, আফগানিস্তানের তালিবানি সরকার নাকি ফতোয়া জারি করে জানিয়েছে, সরকারি কর্মচারীদের দাঁড়ি কাটলে চাকুরি চলে যাবে।এই ফতোয়া জারিতে মহা সমস্যায় পড়েছে আফগানিস্তানের সরকারি কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েক বছর আগেও তালিবান সরকার আফগানিস্থানে এই রখম ফতোয়া জারি করত।আর দেশের সাধারণ মানুষকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিত।পুনরায় আফগানিস্তান দখল করার পর আশংঙ্কা ছিলা তালিবানরা আফগানিস্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে পিছিয়ে নিয়ে যাবে।সেই আশংঙ্কাই সত্যি হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিশ্বের এক সংবাদ সংস্থা সুত্রে জানা গেছে, আফগানিস্তানে সরকারি ভাবে তালিবানের এই ফতোয়া জারি হওয়ায় সমাজে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে
![]()

More Stories
বিদ্যুতের খুঁটি নয়, শিল্পকর্ম! অস্ট্রিয়ার নয়া উদ্ভাবনে বিশ্ব স্তম্ভিত
জোহানেসবার্গে জি–২০ শীর্ষ সম্মেলনে মোদীর ছ’দফা নয়া উদ্যোগ
অশ্বিনীর বরিশাল