সোমালিয়া সংবাদ, পুরশুড়া: বিএলআরও-র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে বদলির দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন বিভিন্ন গ্রামের মানুষজন। এমনকি দীর্ঘক্ষণ তাঁরা ধরনাতেও বসেন। আর তাঁদের নেতৃত্ব দিলেন ওই পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানি বেরা। বুধবার ঘটনাটি ঘটেছে পুরশুড়া বিডিও অফিসে। এ বিষয়ে পুরশুড়া বিডিও অফিসে তাঁরা একটি স্মারকলিপিও জমা দেন। মানি বেরা বলেন, আমি পুরশুড়া পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। কিন্তু তা সত্বেও বিএলআরও ম্যাডাম আমার সঙ্গে কোন রকম সহযোগিতা করেন না। সাধারণ মানুষের অসুবিধার বিষয়গুলি নিয়ে ওনার কাছে গেলে উনি দূর দূর করে তাড়িয়ে দেন। খারাপ ব্যবহার করেন। কোন কথাই শুনতে চান না। ওনার বিরুদ্ধে বহু মানুষের বহু অভিযোগ রয়েছে। তাই বাধ্য হয়ে আমরা ওনার বদলির দাবি জানিয়ে বিক্ষোভ ও ধরনায় বসেছি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন সাধারণ মানুষকে পরিষেবা দিতে। কিন্তু বিএলআরও ম্যাডাম কোনভাবেই কোন রকম সহযোগিতা করছেন না। অন্যদিকে পুরশুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অপর্ণা বাগ বলেন, আমি একটি খাসজমিতে বাস করি। সেটির পাট্টার জন্য বলতে গিয়েছিলাম। কিন্তু উনি কোন কথা না শুনেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাই আমরা চাই ওনাকে এখান থেকে বদলি করা হোক। যদিও এই সমস্ত অভিযোগ মানতে চাননি বিএলআরও সংহিতা ঘোষ। তিনি বলেন, ওনাদের অভিযোগ সম্পর্কে আমার কিছু জানা নেই। আমাদের অফিস শান্তিপূর্ণভাবে চলছে। সাধারণ মানুষ আসছেন। কাজ হচ্ছে। তাঁদেরকে আমরা সহযোগিতা করছি। এর বেশি আমি আর কিছু বলতে চাই না।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য