October 5, 2025

খানাকুলের ঘন্টেশ্বর গাজন উৎসবে নীলষষ্ঠীতে মহিলা ভক্তদের ভিড়

সোমালিয়া সংবাদ, খানাকুল: চৈত্রসংক্রান্তির গাজন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী খানাকুলের ঘন্টেশ্বর মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামল। বুধবার নীলষষ্ঠী থাকায় মহিলা ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ দু’বছর করোনা মহামারীর জন্য তেমনভাবে উৎসবের আয়োজন করা সম্ভব হয়নি। তাই এবছর সেই মহামারীর প্রকোপ থেকে অনেকটাই মুক্ত হয়ে সাধারণ মানুষ উৎসবে মেতে ওঠেন। সকাল থেকে দলে দলে মহিলারা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে নীলষষ্ঠী পুজো দেন। উল্লেখ্য, চৈত্রসংক্রান্তির আগের দিন রীতি অনুযায়ী সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বাংলার ঘরে ঘরে মায়েরা উপবাস করে নীলষষ্ঠী ব্রত পালন করেন। তবে অনেক অবিবাহিত মহিলা ও পুরুষও এই ব্রত করেন। রীতি অনুযায়ী, এদিন নীল অর্থাৎ শিব এবং নীলাবতী অর্থাৎ দুর্গার বিবাহ উৎসব পালন করা হয়। ঘন্টেশ্বর মন্দিরের পুরোহিত লালমোহন ঘোষাল বলেন, গাজন উৎসব উপলক্ষে প্রতিবছর এখানে সাত দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শিব ও নীলাবতীর বিবাহ উৎসব উপলক্ষে ভক্তরা বাবার মাথায় জল ঢেলে পুজো দেন। গত দু’বছর মহামারীর জন্য মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাননি। তাই এবার বাড়তি উৎসাহ- উদ্দীপনা নিয়ে তাঁরা হাজির হয়েছেন। পল্লবী মন্ডল,  পিংকি ঘোষ প্রমূখ ভক্তরা জানান, করোনা মহামারী যেন একেবারে চিরতরে মুক্ত হয়ে যায় এবং সকলে যেন সুস্থভাবে জীবন যাপন করতে পারে এই কামনাই পুজো দিলাম।

Loading