October 5, 2025

নববর্ষের সকালে ঝড়ের তান্ডব কোচবিহারের তুফানগঞ্জে, মৃত ১

সোমালিয়া সংবাদ, কোচবিহার: নববর্ষের শুরুতেই ঝড়ের তান্ডবে তথনচ হয়ে গেলো কোচবিহারের তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের রামপুর এলাকা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই প্রকৃতির মুখ ভার ছিলো।
তবে মাত্র কয়েক মিনিটের ঝড়ে ওই গ্রামের মাটির বাড়িগুলি পর পর ভেঙে পড়ে যায়।
বহু গাছ ভেঙে পড়ে।

ঘটনায় মৃত এক জন এবং বেশ কয়েকজন আহত। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় মানুষের দাবী, কিছু বুঝে ওঠার আগেই প্রবল বেগে ঝড় বইতে থাকে গ্রামের ওপর দিয়ে।

বাড়ি ও গাছ ভেঙে পড়ে।মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়।
খবর পেয়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনা স্থল পরিদর্শন করে।
উদ্বারকার্য চালায় দমকলের কর্মীরা।দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তবে হঠাৎ ঝড়ের দাপটে দিশে হারা স্থানীয় মানুষ। সবমিলিয়ে গোটা গ্রামে আতঙ্কের ছায়া।

Loading