সোমালিয়া ওয়েব নিউজ: পাকিস্তানের পাশাপাশি চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে সমস্যা আজও মেটেনি।অভিযোগ ও পাল্টা অভিযোগে আন্তর্জাতিক রাজনীতি এই নিয়ে উতপ্ত থাকে। এই রখম এক পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আমেরিকা সফরে গিয়ে নাম না করে চীনকে কড়া বার্তা দিলেন। ভারতকে আঘাত করলে ভারতও ছেড়ে কথা বলবে না। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে রাজনাথ বার্তা দেয় চীনকে।জানা গিয়েছে,সম্প্রতি ওয়াশিংটনে ভারত ও আমেরিকার মধ্যে ‘টু প্লাস টু’ বৈঠকে অংশ নিয়েছিলেন রাজনাথ।পাশাপাশি সানফ্রানসিস্কোতে ভারতীয় কনসুলেটের একটি অনুষ্ঠান যান তিনি। ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই লাদাখ সীমান্তে ভারত-চিন বিবাদের প্রসঙ্গ তুললেন রাজনাথ। কথা প্রসঙ্গে ভারতীয় সেনার সাহসিকতার প্রভূত প্রশংসাও করলেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ভারতীয় সেনারা কী করেছিল, সরকার কী পদক্ষেপ করেছিল, তা প্রকাশ্যে বলতে পারব না। তবে নিশ্চিত ভাবে বলতে পারি, চিনকে আমরা এই বার্তা দিতে সক্ষম হয়েছি যে, ভারত ছেড়ে কথা বলবে না। ভারতের ক্ষতি করলে ভারত তার মোকাবিলা করবে।সবমিলিয়ে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের আবহাওয়ায় ভারতের এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু