সোমালিয়া সংবাদ, হুগলি: আবারও ভয়ংকর দুর্ঘটনা হুগলির সিঙ্গুরে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থেকে হুগলির দিয়াড়ায় আসার পথে দূর্গাপুর হাইওয়ের সিঙ্গুরে গোপালনগরের দুর্ঘটনা ঘটে।
সিঙ্গুর থানার অন্তর্গত গোপালনগরে একটি লাল রঙের কোয়ালিস গাড়ির সামনের চাকা ফেটে গিয়ে দূর্গাপুর হাইওয়েজ থেকে পাল্টি খেতে খেতে নিচে পরে যায় গাড়িটি।এই ঘটনায় গুরুতর আহত হন মোট সাতজন।এদের মধ্যে একজন মহিলা রয়েছেন।তাদের পুলিশের গাড়িতে ও অ্যাম্বুলেন্সে করে সিঙ্গুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। গাড়িটি দ্রুত গতিতে আসছিলো। আসার সময় হঠাৎ করেই নাকি গাড়িটির সামনের চাকা ফেটে যায়।তাই নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটি দুর্গাপুর হাইওয়ে থেকে পাল্টি পাল্টি খেতে খেতে নিচে পড়ে যায়।গাড়ির মধ্যে থাকা সকল যাত্রীই গুরুতর আহত হন।স্থানীয় মানুষ দ্রুত পুলিশকে খবর দেয়।তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি