, সোমালিয়া,সংবাদ ঃ কাটোয়া
সোমালিয়া সংবাদ, কাটোয়া: রাখে হরি তো মারে কে, বিধাতার আশীর্বাদে কেবল তারে ঝুলে থেকে নিস্তব্ধ পাহাড়ে প্রানে বেঁচে বাড়ি ফিরলো যুবক। ছেলে বাড়ি ফিরে আসায় খুশি পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের কাছারিপাড়ায় নন্দন পরিবার। জানা গিয়েছে, বন্ধুর আমন্ত্রণে অভিষেক নাকি দেওঘরের ত্রিকূট পাহাড়ে বেড়াতে গিয়েছিল। সেখানেই সে কেবল কারে প্রায় ৪২ ঘন্টা আটকে পড়ে। রোপওয়ের তার ছিঁড়ে কেবল কারে ঝুলে থাকে তারা। তারই ভয়ংকর অভিজ্ঞতার কথা বলে অভিষেক। এ বিষয়ে অভিষেক জানায়, কেবল কারটি চালু হতেই প্রথমে বেশ ভাল লাগছিল। তরতর করে কারটি এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। তারপর তার ছিঁড়ে একেবারে ১৫ ফুট নিচে ঝুলে পড়ে দুলতে শুরু করল। নিচে গভীর খাদ। ভয়ে বুকটা শুকিয়ে গিয়েছিল। ভেবেছিলাম, যান্ত্রিক সমস্যা, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু দেওঘরের ত্রিকূট পাহাড়ের চূড়ায় রোপওয়েতে যেখানে আট মিনিটে পৌঁছনোর কথা, সেখানে ৪২ ঘণ্টা ঝুলে থাকতে হবে ভাবিনি। কেবল কারে লেখা হেল্পলাইনের নম্বরে ফোন করলে জানানো হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ভয়ের কারণ নেই। কিন্তু অন্ধকার নামায় মনে ভয় পেতে শুরু করে। সঙ্গে থাকা বিস্কুটের প্যাকেট ও জল অল্প করে খাচ্ছিলাম। ক্লান্তিতে চোখ বুজে এলে, কেবল কার দুলে উঠলেই ভয়ে জেগে উঠছিলাম। কয়েক দফায় ড্রোনে করে আমাদের বিস্কুট, চিঁড়েভাজা ও জল পাঠানো হয়। পরে বায়ুসেনার দু’টি বিমান উদ্ধারকাজ করে। অবশেষে বাড়ি ফিরতে পেরে ভাল লাগছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক