October 5, 2025

জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক বাড়ছে, আঁটোসাটো নিরাপত্তা

সোমালিয়া সংবাদ, ঝাড়গ্রাম: আবারও জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক বাড়ছে।ইতিমধ্যে মাওবাদীরা বনধ ডেকে জানান দিয়েছে তাদের অস্তিত্ব। গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, মাওবাদীদের ডাকা বনধে ঝাড়গ্রামের একাংশে ব্যাপক সাড়া পড়েছিল। দোকানপাঠ থেকে শুরু করে গ্রামগুলি বিশেষ করে জঙ্গলঘেরা রাস্তা ও গ্রামে মাওবাদীদের দাপট দেখা গেছে। স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে গিয়েছিলো জঙ্গল মহলের সরল সাদাসিধে সাধারণ মানুষ। কিন্তু মাওবাদীদের অস্তিত্ব আবার তাদের মনে আতঙ্কের সৃষ্টি করছে। বিগত কয়েক বছরের হারহিম করা লাশের রাজনীতি কি ফিরে আসবে।রাস্তার ধারে দেখা যাবে শুধু লাশ আর লাশ।ভাবলেই শিহরিত হয়ে উঠছে জঙ্গলমহলের মানুষ। কিন্তু আবার কেন মাওবাদীর অস্তিত্ব জানান দিলো।উঠছে প্রশ্ন। তবে মাওবাদী দমনে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই ডিজি মনোজ মাল্লভের নেতৃত্বে ঝাড়গ্রামের জঙ্গল মহল পরিদর্শন করেছে প্রশাসনের একটি উচ্চ প্রশাসনিক প্রতিনিধি দল।
মাওবাদী প্রভাবিত থানা এলাকা থেকে পুলিশ কিছু দিন আগেই জঙ্গলমহলের একাধিক জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার এবং ল্যাণ্ডমাইন্ড উদ্ধার করেছিল পুলিশ। এরপর থেকেই আতঙ্ক বাড়ছে এলাকায়।

Loading