October 6, 2025

বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনে ব্রিটিশ বিনিয়োগ টানার প্রয়াস

সোমালিয়া সংবাদ, কলকাতা: রাজ্য বিনিয়োগ টানার জন্য তৎপরতা দেখা যাচ্ছে রাজ্য প্রশাসনের। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কর্ম সংস্থান ও রাজ্যের উন্নয়নের জন্য বিনিয়োগের উদ্যোগ রাজ্য প্রশাসনের।আগামী ২০ ও ২১ এপ্রিল নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আসর বসতে চলেছে।সুত্র থেকে জানা যাচ্ছে, সম্মেলনে আদানি গোষ্ঠীর গৌতম আদানি, রিলায়্যান্স কর্তা মুকেশ অম্বানীর অংশগ্রহণ কার্যত নিশ্চিত। এ ছাড়াও ইংল্যান্ডের ৪৯ জন শিল্পপতি ও শিল্পকর্তাদের মিলিত দল হাজির থাকবে সম্মেলনে। প্রসঙ্গে উল্লেখ্য তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এ বার তাঁর পাখির চোখ রাজ্যে কর্মসংস্থান তৈরি করা। সে জন্য বিনিয়োগের লক্ষ্যে ঝাঁপাবে তাঁর সরকার। সেই অনুযায়ী এর মধ্যেই একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তবে ব্রিটিশদের এই রাজ্যে আসা নিয়ে আলাদা উৎসাহ দেখা যাচ্ছে সম্মেলনের উদ্যোক্তাদের।সবমিলিয়ে এখন দেখার রাজ্যের উন্নয়নে এই সম্মেলন কতটা সফল হয়।

Loading