সোমালিয়া সংবাদ, আরামবাগ: নির্মীয়মান আরামবাগ মেডিকেল কলেজের একটি বিল্ডিংয়ের কার্নিশ ভেঙে জখম হলেন তিনজন। এরা রাজমিস্ত্রি এবং শ্রমিকের কাজের জন্য বিভিন্ন জেলা থেকে এসেছিলেন। আহতরা হলেন রতন হাঁসদা, বাদল ব্যাপারী এবং সুকুমার ঘোষ। রতনের বাড়ি বীরভুম জেলার মহেশপুর গ্রামে। বাদলের বাড়ি পূর্ব বর্ধমানের গুসকরায়। অন্যদিকে সুকুমার ঘোষের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। জানা গেছে, রবিবার সকালে তাঁরা যখন নির্মীয়মান বিল্ডিংয়ের কার্নিশে উঠে কাজ করছিলেন তখনই কার্নিশ ভেঙে তিনজনই জখম হন। সহকর্মীরা তড়িঘড়ি তাঁদেরকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সুকুমারের অবস্থা আশংজনক হওয়ায় পরে তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আরামবাগ মহকুমা হাসপাতালে ছুটে যান আরামবাগ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহরায় প্রমুখ নেতারা। তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, কিভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তবে কাজ করার সময় শ্রমিক এবং রাজমিস্ত্রিদের আরও অনেক বেশি সচেতন হয়ে কাজ করতে হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি