সোমালিয়া সংবাদ, চন্দননগর: হুগলি জেলার চন্দননগর সাবিনারা জগদ্ধাত্রী পূজা কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন জগদ্ধাত্রী পূজোর কমিটির সদস্যেরা।এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনম চন্দননগর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতি বিভাগের মন্ত্রি ইন্দ্রনীল সেন,চন্দননগর পৌর নিগমের মহানাগরিক শ্রী রাম চক্রবর্তী, উপ মহানাগরিক মুন্না আগরওয়াল, ১৮ নম্বর ওয়ার্ড এর পৌরসদস্যা সবিতা দাস। প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৭০ জন রক্তদাতা তাদের অমুল্য রক্তদান করেন । বিশিষ্ট অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে তাদের অমুল্য উপস্থিতির মাধ্যমে উৎসাহিত করে। এই বিষয়ে পুজো কমিটির এক উদ্যোক্তা জানান, আমাদের এই বছর জগদ্ধাত্রী পুজোর সুবর্ন জয়ন্তী বর্ষ।তাই মানব কল্যানে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ফরাসীদের উপনিবেশ চন্দননগর প্রাচীনকাল থেকেই প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর হিসাবে প্রসিদ্ধ। কত ইতিহাস জড়িয়ে আছে এই শহরকে ঘিরে।তার মধ্যে জগদ্বাত্রী পুজোর ইতিহাস তো সর্বজনবিদিত। তার সাথে চন্দননগরের আলোর কায়দা বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে আছে।সবমিলিয়ে এদিন মানুষের কল্যানে রক্তদান শিবির হওয়ায় প্রশংসা করে এলাকার মানুষ।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি