October 5, 2025

ফের বন্ধ হওয়ার আশঙ্কায় হুগলি নদী ফেরি পরিবহন পরিষেবা

সোমালিয়া সংবাদ, হাওড়া: আর্থিক সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না হুগলি নদী ফেরি পরিবহনের। আর এর জেড়ে কর্মচারীদের বেতন বাকী থেকে শুরু করে দৈনন্দিন খরচ বেড়ে চলেছে। তাই আবারও হুগলি নদী ফেরি পরিবহন ব্যবস্থা চরম সমস্যায় রয়েছে। ১৯৭০ সালে এই পরিষেবা শুরু হয়। মুলত দূর দূরান্ত থেকে আসা মানুষপর প্রয়োজন ফেরি চলাচল শুরু হয়। জানা গিয়েছে, হাওড়া থেকে বাগবাজার, বিবাদী বাগ, আর্মেনিয়ান, চাঁদপাল এবং বাউরিয়া থেকে বজবজ, চাঁদপাল থেকে শিবপুর ও গাদিয়াড়া থেকে নুরপুর গেঁওখালি পর্যন্ত সকল ফেরি পরিষেবা রয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমন্বয় সমিতির আওতায় । প্রতিদিন কয়েক লক্ষ মানুষ চলাচল করে এই ফেরি সার্ভিসে। জ্বালানি থেকে কর্মীদের বেতন ও অন্যান্য খরচ বাড়লেও টিকিটের দাম বাড়েনি। টিকিটের মূল্য এখনো ৬ টাকায় রয়েছে। যার জেরে একদিকে যেমন আয়ের পরিমাণ কমেছে, তেমন অপরদিকে বেড়ে গিয়েছে খরচ।ফলে বেশ কয়েকটি ভেসেল বন্ধ রাখতে হয়েছে। ২৫টি ভেসেল দিয়ে সময় বাড়িয়ে পরিষেবা চালাচ্ছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতি চলতে থাকলে একটা সময় মুখ থুবরে পড়বে শতাব্দী প্রাচীন বাংলার ঐতিহ্যের এই জলপথ পরিবহন পরিষেবা। সবমিলিয়ে এই ঐতিহ্যবাহী জলপথের পরিবহন ব্যবস্থা সচল রাখতে হলে প্রশাসনকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহনের পরামর্শ বিশেষজ্ঞ মহলের।

Loading