সোমালিয়া, সংবাদ, কলকাতা: চাঞ্চল্যকর ঘটনা। মাঝ রাতে একটা অটো কয়েক ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে আছে।অথচ চালক ও যাত্রী কেউ নেই। পথ চলতি মানুষ পাশ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু পরে ওই অটো থেকেই উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা বোমা ও দুই রাউন্ড গুলি। ঘটনায় হতবাক ও আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুর থানা এলাকায়।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হরিদেবপুর ৪১ পল্লি ক্লাবের কাছে একটি অটো দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কাপড়ের মোটা আস্তরণ দিয়ে অটো ঘেরা ছিল। কেন কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে, তা নিয়েই বেশি সন্দেহ হয়। তড়িঘড়ি পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। রাতেই ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় পুলিশ। খুলে ফেলা হয় কাপড়। অটোতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে ছিল ১৯টি বোমা। অটোর সামনে-পিছন, চালকের বসার আসন, ব্রেকের জায়গায় তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ইতিমধ্যে অটো বাজেয়াপ্ত করেছে হরিদেবপুর থানার পুলিশ। অটো চালক বা মালিকের হদিশ মেলেনি। অটোর নম্বরের সূত্র ধরে অটোর বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।সবমিলিয়ে আবারও এতগুলো তাজা বোমা ও আগ্নেয় অস্ত্র সহ গুলি কোথা থেকে এলো অথবা কোথায় পাচার হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক