October 6, 2025

কালোবাজরী রুখতে রাজ্যের বিভিম্ন বাজারে হানা ইবির

সোমালিয়া সংবাদ, বাঁকুড়া: একদিকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে আর অন্যদিকে পাল্লা দিয়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বাজারের শাক সবজি ও মাছ মাংসের।পরিস্থিতি সামাল দিতে দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান শুরু হয়। এদিন রাজ্যের বিভিন্ন বাজারে হানা দেন ইবি-র আধিকারিকরা পাইকারি ও খুচরো বাজারে শাকসবজি, আনাজ, মাছের দামের ফারাক নিয়ে বিক্রেতাদের কাছ থেকে জানতে চান তাঁরা। বিক্রেতাদের দাবি, পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে সরাসরি প্রভাব পড়েছে বাজারে। দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ইবি আধিকারিকরা। সবমিলিয়ে লাগাতার পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি।  এই পরিস্থিতিতে আদৌ কতটা সুরাহা মিলবে? সংশয়ে মধ্যবিত্তরা। তাদের দাবী করোন পরিস্থিতির জন্য বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে। নেই কোনও কর্ম সংস্থান। মধ্যবিক্ত মানুষের পকেটে টান পড়েছে। তার উপর বাজারে জিনিস পত্রের মুল্য বাড়ায় মাথায় হাত মধ্যবিক্তের।তাই এই পরিস্থিতিতে কালোবাজারি রুখতে ইবির কড়া পদক্ষেপের প্রয়োজন।

Loading