সোমালিয়া সংবাদ, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর ষ্টেশনে চা চক্রে রবিবার দেখা গেল বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি বিজেপি কর্মীদের সাথে মিলিত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হন এবং প্রশ্নের উত্তর দেন। তিনি অনুব্রত মন্ডলের সিবিআই ডাকা প্রসঙ্গে বলেন, উনি তো আর দেশ ছেড়ে চলে যেতে পারবেন না। আজ হোক কাল হোক সিবিআইয়ের কাছে যেতে হবে। এর আগেও যারা ভুবনেশ্বরে গিয়েছিলেন তাঁদের অনেকে নাটক করেছিলেন । কিন্তু সেখানকার ভাত খেয়ে আসতে হয়েছিল । উনি যদি কোন অন্যায় না করে থাকেন তাহলে সোজা গিয়ে দেখা করে সোজা কথা বলে আসা উচিত । আর যদি গন্ডগোল করে থাকেন তাহলে একদিন না একদিন ওইখানে যেতে হবে। এদিন সকালে খড়গপুর ষ্টেশনে চা চক্রে গিয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাওবাদী প্রসঙ্গে তিনি বলেন, কিছু না, সবই নাটক। কোথাও কোনও মাওবাদী নেই। কিছু নেই, সবই ঠান্ডা নাটক। কেন্দ্রীয় সরকারের কাছে পয়সা নেওয়ার জন্য নাটক করে ভয় দেখানো হচ্ছে । সবমিলিয়ে এদিন বিজেপি নেতা তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ শাসক দলের বিরুদ্ধে একপ্রকার তোপ দাগেন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক