October 6, 2025

কলকাতা শহরে ধর্ষণের ঘটনায় ধৃত সৎ বাবা, চাঞ্চল্য এলাকায়

সোমালিয়া সংবাদ, কলকাতা: এবার কলকাতা শহরেই ধর্ষণের ঘটনা। সৎ বাবা মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার সৎ বাবা। যার কাছে সন্তানের নিরাপদে থাকার কথা, সেই বাবার বিরুদ্ধে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল। শুধু তাই নয়, ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে সৎ বাবা। ঘটনাটি ঘটেছে বেহালায়। জানা গিয়েছে, বাড়ির কাছেই একটি কলে নিয়মিত জল আনতে যেত মেয়েটি। সেখানেই তাকে কাপড় দিয়ে নিজের পেটের অংশ ঢাকতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর যায় নাবালিকার মা ও পরিবারের কাছে। জোরাজুরি করতেই বেরিয়ে আসে আসল কথা। জানা যায়, মেয়েটি অন্তঃসত্ত্বা। প্রথমে মেয়েটি ভয়ে বাড়িতে কিছু জানায়নি। বারবার জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়ে সে। জানায়, তার সৎ বাবা তাকে ‘ধর্ষণ’ করেছে। তারপরই থানায় লিখিত অভিযোগ জানান নাবালিকার মা ও পরিবারের লোকেরা। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে পকসো ধারায় গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে আদালত অভিযুক্তকে ৫ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বলে জানা যায়।

Loading