October 5, 2025

তৃণমূল মানেই মানুষের পাশে মানুষের সঙ্গে, প্রমাণ করে দেখাচ্ছেন নেতাকর্মীরা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: তৃণমূল মানেই সারাবছর মানুষের পাশে, মানুষের সঙ্গে। বিভিন্ন মিটিং-মিছিল, সভা-সমিতিতে এমনটাই দাবি করে থাকেন তৃণমূল নেতাকর্মীরা। বারবারই তার প্রমাণ মিলেছে। আবারও সেরকমই ছবি দেখা গেল আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায়। শনিবার সকালে গোঘাটের কামারপুকুরের লক্ষ্মীনারায়ন মালের হাতে একটি নতুন ট্রাইসাইকেল তুলে দিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায়। উপস্থিত ছিলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা প্রসেনজিৎ ব্যানার্জি, কৃষ্ণেন্দু লাহা প্রমুখরা। স্থানীয় বাসিন্দা লক্ষীনারায়ন ভিক্ষাবৃত্তি করে দিন কাটান। কিন্তু তিনি বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করতে তাঁর খুব কষ্ট হতো। আর সেকথা জানতে পেরেই পলাশবাবু তাঁর পাশে দাঁড়ান। এদিন সকালে লক্ষ্মীনারায়ণের হাতে একটি নতুন ট্রাইসাইকেল তুলে দিলেন। এই ঘটনায় ভীষণ খুশি লক্ষীনারায়ন। তিনি জানান, এবার এখানে ওখানে ঘুরে বেড়াতে তাঁর অনেক সুবিধা হবে। এর জন্য তিনি তৃণমূলের কাছে কৃতজ্ঞ। গত ৯ মার্চ একটি জলসা থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন পুরশুড়ার ঘোলদিগরুই এলাকার ইমাম আব্দুল রাজ্জাক হাজী। শুক্রবার সন্ধেয় তাঁর বাড়িতে গেলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন। কোনোরকম অসুবিধা আছে কি না তা-ও জানলেন। যদি কোন প্রয়োজন হয় তাঁকে জানানোর জন্য বললেন। উল্লেখ্য, এর আগেও ওই ইমামের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা-নেত্রীরা। 

শনিবার সকালে খানাকুলের ছত্রশাল এলাকায় এক মৃতের পরিবারকে  আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল যুবনেতা শেখ সাকিম। জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে ওই গ্রামের বাসিন্দা প্রসাদ হাম্বীর অসুস্থতাজনিত কারণে মারা যান। কিন্তু আর্থিক দুরবস্থার জন্য তাঁর স্ত্রী ও ছেলে ভালভাবে শ্রাদ্ধশান্তি করতে পারছিলেন না। সেকথা জানতে পেরেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাকিম এদিন তাঁদের বাড়িতে ছুটে যান। তাঁদের আর্থিক সহায়তার পাশাপাশি নতুন বস্ত্র এবং মিষ্টি উপহার দিয়ে আসেন। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার জয়পুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের দুই ছাত্রীর। তাদের বাড়িতে গিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়ে এলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এ বিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় বলেন, তৃণমূল শুধু ভোটের সময় পরিযায়ী পাখির মত মানুষের কাছে যায় না। সারা বছরই মানুষের পাশে থাকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলনেতা অভিষেক ব্যানার্জির আদর্শ নিয়ে সবসময় তৃণমূল নেতাকর্মীরা কাজ করে থাকেন।

Loading