October 5, 2025

গ্রামে নার্সিংহোম, অথচ প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত গ্রামেরই জলে ডোবা শিশু, মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: গ্রামের মধ্যে নার্সিংহোম। আর সেই গ্রামেরই জলে ডুবে যাওয়া এক শিশুকে প্রাথমিক চিকিৎসা না করার অভিযোগ উঠল ওই নার্সিংহোমে বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। ঘটনাটি আরামবাগ গৌরহাটির ডোঙ্গল মোড় এলাকার। গ্রামবাসীরা জানান, মঙ্গলবার দুপুরে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে যায় এক বছর সাত মাস বয়সী শিশুর। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরোগ্যলোক সেবা নিকেতন নামে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান তাঁরা। অভিযোগ, ওই নার্সিংহোম কর্তৃপক্ষ নাকি চিকিৎসা করতে রাজি হননি। উল্টে তাঁরা স্থানীয় এক কোয়াক ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন। এরপর গ্রামবাসীরা তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই শিশুর নাম সার্থক কুন্ডু।

বাবার নাম উজ্জ্বল কুন্ডু। গ্রামবাসীদের বক্তব্য, ওই নার্সিংহোম শুধুমাত্র ব্যবসা করার জন্য গ্রামে তৈরি হয়েছে। স্থানীয় এক নেতার মাধ্যমে বিভিন্ন লাভজনক ব্যবসা শুরু করেছে। অথচ গ্রামের মানুষ পরিষেবা পাচ্ছে না। বাইরে থেকেওষ চিকিৎসা করাতে এসেও অনেকেই বিপদে পড়েছেন। ওদের তাতে কিছু যায় আসে না। কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন, তাহলে এইরকম নার্সিংহোম থেকে কি লাভ? হয় ওরা নার্সিংহোম বন্ধ করে দিক আর নাহলে ভালোভাবে পরিষেবা দিক। তাঁদের অভিযোগ, বাচ্চাটি মারা যাবার পর তাঁরা ওই নার্সিংহোমে গিয়ে বলতে গেলে তাঁদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। চূড়ান্ত অমানবিক ব্যবহার করা হয়েছে বলে তাঁদের দাবি। এ বিষয়ে তাঁরা গণস্বাক্ষর সংগ্রহ করে বিষয়টি লিখিত আকারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানাবেন বলেও জানিয়েছেন। যদিও নার্সিংহোমের মালিক ডাঃ জয়ন্ত কুমার মন্ডলের স্ত্রী করুণা মন্ডল জানান, ওই শিশুটির প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসক তড়িঘড়ি আসছিলেন। কিন্তু তার আগেই ওনারা শিশুটিকে নিয়ে বেরিয়ে যান। এখন রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও দাবি করেন, গ্রামে কোন চিকিৎসকই আসতে চান না। তা সত্বেও তাঁর স্বামী মানবিকভাবে দিনরাত এক করে পরিষেবা দিয়ে চলেছেন। তবুও তাঁকে বদনামের শিকার হতে হচ্ছে।

Loading