সোমালিয়া সংবাদ, হুগলি: বেলগাছিয়ার কাশিপুরে বিজেপি কর্মীর রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি করলো বিজেপি। সেই মতো হুগলি জেলার চন্ডীতলার কালীপুর মোড়ে ডানকুনির বিজেপি যুব মোর্চার পথ অবরোধ হয়। পথঅবোরধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে কোনও গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। বিরোধী কর্মীদের বেছে বেছে খুন করা হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি। বেলগাছিয়ার বিজেপির কর্মীকে হত্যা করা হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। তার সঠিক তদন্ত করার দাবি তোলেন তাঁরা। পাশাপাশি যদি বিজেপি কর্মী হত্যা করা হয় তাহলে এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবী তোলে বিজেপি। দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ । পরে চন্ডীতলা থানার পুলিশ এসে বিজেপির যুব মোর্চার বিক্ষোভকারী ও পথ অবরোধকারী কর্মীদের আটক করে। এরপরই অবরোধ উঠে যায়। অপরদিকে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। এই বিষয়ে বিজেপির মহিলা মোর্চার একজন নেত্রী জানান, চারিদিকে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। কাশীপুরের ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেছি। যদি দোষীরা শাস্তি না পায় তাহলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে। অন্যদিকে হুগলির চুঁচুড়ায় দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যেকোনে মৃত্যুই দুঃখজনক। তবে ছেলেটি বিজেপির বিদ্রোহী নেতা ছিল। অমিত শাহ কলকাতায় এসেছেন। তাই বাংলার অপদার্থ বিজেপির একটা মৃতদেহ প্রয়োজন ছিল। তান্ত্রিকরা যেমন নরবলি দিত, তেমনি ওরা নিজেদের বিক্ষুব্ধদের বলি দিয়ে অমিত শাহকে ভেট দিয়েছে। সবমিলিয়ে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে জেলা জুড়ে প্রতিবাদে সামিল বিজেপি। পুরশুড়ার সোদপুর এবং খানাকুলের কৃষ্ণনগরেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক