সোমালিয়া সংবাদ, হুগলি: সারাদেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে হুগলী জেলাতেও শনিবার থেকে শুরু হল করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ভ্যাকসিন দেওয়া শুরু হয় প্রথম শ্রেণীর করোনা যোদ্ধাদের। হুগলী জেলার চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এই কর্মসূচীর সূচনা হয়। জেলাশাসক ওয়াই রত্নাকর রাও সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আজ জেলার বারোটি কেন্দ্র থেকে এই ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়াও আগামী দিনে প্রথম দফায় ৩২ হাজার ভ্যাকসিন দেওয়ার জন্য মোট ৮২ কেন্দ্র প্রস্তুত রয়েছে। আরামবাগ মহকুমাতেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনার টিকাকরণ করা হয়। আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল, খানাকুল গ্রামীণ হাসপাতাল এবং কামারপুকুর গ্রামীণ হাসপাতালে এই কর্মসূচি পালিত হয়।
এই উপলক্ষে এই তিন হাসপাতালে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এমনকি সংবাদমাধ্যমের প্রবেশাধিকারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এদিন টিকাকরন শুরুর আগে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে এক প্রশাসনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন, আরামবাগ এসিএমওএইচ সিদ্ধার্থ দত্ত, মহকুমাশাসক নৃপেন্দ্র সিং, মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল, পৌর প্রশাসক স্বপন নন্দী প্রমুখ। এসিএমওএইচ সিদ্ধার্থ দত্ত জানান, প্রাথমিকভাবে তিনটি কেন্দ্রেই ১০০ জন করে টিকাকরনের ব্যবস্থা করা হয়েছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক