সোমালিয়া সংবাদ, ওয়াশিংটন: সৌন্দর্যের প্রশংসা কে না পেতে চাই! নারী-পুরুষ সকলেই এধরনের প্রশংসায় উৎফুল্ল হয়ে ওঠেন। শুধু মানুষই বা কেন, গবেষণায় জানা গেছে প্রাণীজগৎও তাদের পরিমণ্ডলে প্রশংসায় খুশি হয়ে ওঠে। আর তাই কখনও কখনও নিজেকে মোহময়ী সুন্দরী করে গড়ে তুলতে কেউ কেউ অবিশ্বাস্য কান্ড ঘটিয়ে বসেন।
তার সঙ্গে কতটা বিশ্বাস আর কতটা বিজ্ঞান আছে তা নিয়ে তর্ক উঠতেই পারে। কিন্তু নিজেকে সুন্দর করে তোলার প্রচেষ্টায় তাতে কোনও খামতি দেখা যায় না। আর এরকম কান্ড করেই রাতারাতি সংবাদ শিরোনামে চলে এসেছেন লীনা নামের আমেরিকার এক সুন্দরী। সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন রাতারাতি সেলিব্রেটি হয়ে পড়েছেন। তাঁর একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য তিনি নিজের পোষা কুকুরের মূত্র পান করছেন। ভিডিওতে তিনি একটি পাত্র নিয়ে কুকুরের পিছনে পিছনে ছুটছেন। তারপর সেই পাত্রে কুকুরের মূত্র সংগ্রহ করলেন। সেই মূত্র তিনি নিজের গলায় ঢেলে অবলীলায় পান করে ফেললেন। লীনা জানিয়েছেন, তিনি আজীবন সুন্দরী থাকতে চান। আর তাই কুকুরের ওই মূত্র পান করছেন। দিনে তিন-চার বার তিনি ওই মূত্র পান করেন।
তাঁর দাবি, ওই মূত্রের মধ্যে ভিটামিন এ এবং ই আছে। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম। আর তার ফলেই তিনি আগের থেকে অনেক ফর্সা হয়ে উঠেছেন। তাঁর ব্রণও চলে গেছে। তাঁর বক্তব্য, বাড়িতে থাকা কুকুরের মাধ্যমেই যদি এত কাজ হয়ে থাকে তাহলে বিউটি পার্লারে যাওয়ার কোনও প্রয়োজন নেই। মুলতানি মাটিই বা মাখতে হবে কেন? যদিও এই ভিডিওটি বছর দুয়েকের পুরনো। তবুও বেশ কয়েকদিন ধরে নেট দুনিয়ায় এই ভিডিও এখন সাড়া ফেলে দিয়েছে। এই ভিডিও দেখে হাজার হাজার মানুষ এখন গুগল সার্চে গিয়ে কুকুরের মূত্রের গুণাবলীর খোঁজ নিচ্ছেন। বিশ্বাস যে মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে এই ভিডিওটি না দেখলে হয়তো অজানাই থেকে যেত!!!
More Stories
আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কখন আতঙ্কিত, জেনে নিন
থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায়
সস্তা খাদ্যের ফাঁদে স্বাস্থ্যব্যবসা: ভোক্তার অসচেতনতা থেকে কর্পোরেটের মুনাফা