সোমালিয়া ওয়েব নিউজ: বাংলাদেশে মাছের রাজা ইলিশ ধরা শুরু হয়েছে। আর বাংলাদেশের ভোলার লালমোহনে মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল মরশুমের সেরা দুই ইলিশ। ধলীগৌরনগর ইউনিয়নের বাতির খালঘাটের জেলে গিয়াসউদ্দিন মাঝির নৌকায় মাছটি ধরা হয়। মাছ দুটি ওজনে আড়াই কেজি করে ৫ কেজি হবে। এটি এই মরশুমের সবচেয়ে বড় ইলিশ বলে মনে করছেন মৎস্যজীবিরা। মৎস্যজীবী গিয়াসউদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে লালমোহনের বাতির খাল থেকে ১১ জন জেলে নিয়ে তিনি মাছ ধরতে যান। বিকেল ৪টা পর্যন্ত জাল বেয়ে দুটি আড়াই কেজি ওজনের ইলিশ-সহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এই অঞ্চলে এত বড় মাছ এর আগে সচরাচর দেখা যায়নি। জানা গিয়েছে, গত ২-৩ দিন ধরে ইলিশ ধরা পড়ছে। ফলে হাসি ফুটেছে জেলেদের মুখে। জেলেরা জানান, পূর্ণিমার সময় যখন জোয়ার বেশি থাকে, তখন ইলিশ বেশি ধরা পড়ে। তবে সম্প্রতি জোয়ারের সময়ও জলের উচ্চতা গত বছরের মতো বাড়ছে না। জোয়ার এলে জলের উচ্চতা যেমন হওয়া উচিত, তেমন হচ্ছে না। স্বাভাবিক নিয়মের বাইরে আড়াই বা তিন ফুট কম থাকছে। তাই সেই ভাবে ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছিল না। কিন্তু দুই তিন দিন টানা বৃষ্টির পরেই পরিস্থিতি পাল্টে যায়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু