October 5, 2025

মহারাজ জয়সিংহের জমিতেই মুঘল সম্রাট শাহজহান তাজমহল বানিয়েছিলেন বলে দাবী বিজেপি সাংসদ দিয়া কুমারীর

সোমালিয়া ওয়েব নিউজ: তাজমহল নিয়ে নানা ইতিহাস জড়িয়ে রয়েছে। সারা পৃথিবী থেকে পর্যটকরা এই আশ্চর্যজনক জিনিস দেখতে আসেন ভারতবর্ষে। আর সেই তাজমহল নিয়েই চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদের। বিজেপি সাংসদ দিয়া কুমারী দাবী করেন,
জয়পুরের মহারাজা জয়সিংহের জমিতেই মুঘল সম্রাট শাহজহান তাজমহল বানিয়েছিলেন।
জয়পুরের প্রয়াত মহারানি গায়ত্রী দেবীর নাতনি দিয়া জানান, জয়পুর রাজ পরিবারের কাছে তাজমহলের ওই জমির নথিও রয়েছে। তাজমহল গড়ার জন্য জমি নেওয়ার বিনিময়ে জয়পুরের রাজা জয় সিংহকে সম্রাট শাহজহান ক্ষতিপুরণ দিয়েছিলেন বলেও জানিয়েছেন রাজকুমারী দিয়া।উত্তরপ্রদেশের অযোধ্যা জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে যে আবেদন জানিয়েছেন, তা-ও সমর্থন করেছেন দিয়া। এই বিষয়ে সাংসদ দিয়া কুমারী আরও জানান, ওই সৌধ নির্মাণের আগে সেখানে কী ছিল তা তদন্ত করা উচিত। জনগণের তা জানার অধিকার রয়েছে। জয়পুর রাজপরিবারের কাছে জমির নথি রয়েছে এবং প্রয়োজন হলে সেটি আদালতকে দেওয়া হবে। সূত্র থেকে জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরের রানারা মুঘলদের বিরুদ্ধে লড়াই চালালেও জয়পুরের রাজপরিবার বরাবরই ছিল মুঘল ঘনিষ্ঠ। রাজা মানসিংহ ছিলেন সম্রাট আকবরের অন্যতম সেনাপতি। সেই সূত্রেই যমুনার তীরের ওই জমি মান সিংহের হাতে এসেছিল বলে জয়পুর রাজপরিবারের দাবি। উত্তরাধিকার সূত্রে সেই জমি নাকি পেয়েছিলেন রাজা জয়সিংহ। তিনিও মুঘল দরবারে উচ্চপদে ছিলেন। তবে জমি নিয়ে বিতর্ক থাকলেও তাজমহল বিশ্ববাসীর কাছে এক অত্যাশ্চর্য সৌধ।

Loading