সোমালিয়া সংবাদ, আরামবাগ: রাতের অন্ধকারে বোমাবাজিকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ালো আরামবাগের ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায়। জানা গেছে, যেখানে বোমাবাজি করা হয় তার পাশেই রয়েছে বিজেপির আরামবাগ পৌর মন্ডলের সভাপতি কার্তিক দত্তের বাড়ি। এছাড়াও রয়েছে তৃণমূল বুথ সভাপতি নয়ন হালদারের বাড়ি। বুধবার ওই এলাকা পরিদর্শন করেন ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষ থেকেই দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে।রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা গেছে, এদিন রাত দেড়টা নাগাদ নয়নবাবুর বাড়ির সামনে বিকট শব্দে বোমার আওয়াজ হয়। সেই শব্দ শুনে এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সকালে উঠে দেখা যায় আরও একটি তাজা বোমা পড়ে রয়েছে।

নয়নবাবুর পাশেই বাড়ি বিজেপি নেতার কার্তিক দত্তের। তিনি বিজেপির আরামবাগ পৌর মন্ডলের সভাপতি। তাঁর ভাই গণেশ দত্ত জানান, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে দুষ্কৃতীরা ওই বোমা ফাটিয়েছে। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস। তিনি জানান, শুধু এটাই নয়, এর আগেও দুষ্কৃতীরা তাঁদের কর্মী শৈলেন হালদারের বাড়িতে হামলা চালিয়েছিল। তাঁদের জানলার কাচ ভেঙে দিয়েছিল। সমস্ত ঘটনা পুলিশকে জানানো হচ্ছে। তারা যেন দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করে। এদিকে খবর পেয়ে বুধবার সকালে ওই এলাকায় ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। তারা তাজা বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি